রিয়ালের মাঠে ঘুরে দাঁড়িয়ে জিতল ম্যান সিটি

man city
ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগের চার দেখায় রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠের ম্যাচ দুটিতে ড্র করলেও রিয়ালের মাঠে দুটি ম্যাচেই হেরেছিল সিটিজেনরা। সেই আক্ষেপ মিটল, অপেক্ষা শেষ হলো। পঞ্চমবারের চেষ্টায় রিয়ালকে হারানোর স্বাদ নিল ম্যান সিটি। পিছিয়ে পড়ার পর ম্যাচের শেষদিকে দুবার লক্ষ্যভেদ করে পেপ গার্দিওলার শিষ্যরা জয় তুলে নিল সান্তিয়াগো বার্নাব্যুতে।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। স্প্যানিশ জায়ান্ট রিয়ালের বিপক্ষে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে এটি তাদের প্রথম জয়।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬০তম মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। তবে ৭৮তম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের গোলে দারুণভাবে সমতায় ফেরে ম্যান সিটি। এরপর স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে ৮৩তম মিনিটে স্পট কিক থেকে অতিথিদের হয়ে কাঙ্ক্ষিত গোলটি করেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

পুরো ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি রিয়াল। ম্যাচের ৮৬তম মিনিটে তাদের গোলমুখে ছুটতে থাকা জেসুসকে পেছন থেকে টেনে ধরে সরাসরি লাল কার্ড পান সার্জিও রামোস। রিয়ালের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে এই নিয়ে ২৬তম বারের মতো লালকার্ড দেখলেন এই স্প্যানিশ তারকা ডিফেন্ডার।

রাতের আরেক ম্যাচে অলিম্পিক লিঁওর মাঠে হেরে গেছে ইতালিয়ান সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্রিস্তিয়ানো রোনালদোদের বিপক্ষে ম্যাচের ৩১তম মিনিটে ফরাসি ক্লাবটির হয়ে জয়সূচক গোলটি করেন লুকাস টুসার্ট।

আগামী ১৮ মার্চ ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। একই দিনে জুভেন্টাস ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে আতিথ্য দেবে লিঁওকে। কোন দুটি দল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে তা জানা যাবে সেদিনই।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

4h ago