‘এক রাতে গোটা অঞ্চল পুড়ে ছাই’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ চলছে রাজধানী দিল্লিতে। সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৪ জন। আহত কয়েকশ।
দিল্লির চলমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাভেদ আখতার, বিশাল ভরদ্বাজ ও অনুরাগ কাশ্যপসহ অনেকেই।
গতকাল বুধবার টুইটারে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেছেন, “একটা ঘর বানাতে কত সময় লাগে! একেক জনের সারাজীবন কেটে যায় একটি ঘর বা পরিবার তৈরি করতে। সেখানে পোড়াতে লাগে কয়েক মুহূর্ত! এক রাতে গোটা অঞ্চল পুড়ে ছাই।”
টুইট বার্তায় তিনি আরও বলেছেন, “হতাশা ছিল, আছে, থাকবে। তার জন্য সংযম বিসর্জন দিতে হবে! দেশ পুড়ছে। যন্ত্রণা তো থাকবেই। তাই বলে দেশবাসী সংযত হবেন না! এখনও যদি আমরা সংযত না হই, দেশের কী অবস্থা হবে! এখন সবার উচিত রাগ-হিংসা, ক্ষোভ ভুলে একত্রিত হয়ে এই হিংসা মোকাবিলা করা। না হলে দেশ শেষ হয়ে যাবে।”
আরও পড়ুন:
Comments