করোনাভাইরাসের প্রভাবে জাপানে স্কুল বন্ধ
নতুন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জাপানের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
আজ বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মার্চের শেষ ভাগ পর্যন্ত স্কুল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আবে জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। দিনের একটা বিশাল সময় শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে কাটান। বিশাল জনগোষ্ঠির মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এই নির্দেশ দেয়া হয়েছে।
জাপানে ৩৪ হাজার ৮৪৭টি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক কোটি ৮০ লাখ শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষামন্ত্রণালয়।
জাপানের উত্তরাঞ্চল ও অন্যান্য এলাকায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। যাদের মধ্যে অনেককেই শনাক্ত করা যাচ্ছে না।
দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ৮৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ক্রুজশিপে কোয়ারেন্টাইনে রয়েছেন ৭০৫ জন।
Comments