শীর্ষ খবর

শীতলক্ষ্যা রক্ষার দাবিতে নৌকাবন্ধন

শীতলক্ষ্যা রক্ষার দাবিতে নৌকাবন্ধন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ শাখা। বৃহস্পতিবার দুপুরে শহরের সেন্ট্রাল খেয়াঘাটে ‘শীতলক্ষ্যা বাঁচাও আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
দূষণের হাত থেকে শীতলক্ষ্যা নদীকে বাঁচানোর দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জের নৌকাবন্ধন।

শীতলক্ষ্যা রক্ষার দাবিতে নৌকাবন্ধন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ শাখা। বৃহস্পতিবার দুপুরে শহরের সেন্ট্রাল খেয়াঘাটে ‘শীতলক্ষ্যা বাঁচাও আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

নৌকাবন্ধন শেষে নদীটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি কৃষ্ণা ঘোষ, সেক্রেটারি হাসিনা পারভীন, সহসাধারণ সম্পাদক রহিমা খাতুন প্রমুখ।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনজুমান আরা আকসির বলেন, আগে শুনতাম, শীতলক্ষ্যার হাওয়া ও পানি পান করলে শরীর মন সুস্থ থাকে। শীতলক্ষ্যা এখন মারাত্মক দূষণের শিকার। নদীর তীরে অপরিকল্পিতভাবে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে যেগুলোর বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। পানি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, নদীর মাছ মরে যাচ্ছে, চারদিকে পরিবেশ দূষিত হচ্ছে। নিরুপায় হয়ে মানুষ এ পানি ব্যবহার করে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন, শীতলক্ষ্যা নদী বাঁচাতে হবে। শীতলক্ষ্যা ধ্বংস হলে পরিবেশে মারাত্মক বিপর্যয় নেমে আসবে। নদীটিকে দূষণমুক্ত করে পরিবেশ রক্ষা করতে হবে।

Comments

The Daily Star  | English

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

1h ago