পাপিয়ার সম্পদ অনুসন্ধান করবে দুদক
যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার সম্পদ অনুসন্ধানে নামবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ আজ বৃহস্পতিবার বলেন, পাপিয়া কাদের সহায়তায় অবৈধ সম্পদের মালিক হয়েছেন তা-ও খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, “পাপিয়ার সহযোগীদের ছাড় দেওয়া হবে না।”
গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন সকালে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার দুটি ফ্ল্যাট ও একটি পাঁচতারা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল নোট, বিদেশি মুদ্রা, নগদ ৫৮ লাখ টাকা জব্দ করা হয়।
পাপিয়াকে গ্রেপ্তারের পর র্যাব জানায়, গাড়ির ব্যবসার আড়ালে তিনি অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি নরসিংদীতে অসহায় নারীদের আর্থিক সহযোগিতার নামে তাদের অনৈতিক কাজে ব্যবহার করতেন। বেশিরভাগ সময়ই তিনি রাজধানীর বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করেন।
র্যাবের তথ্য অনুযায়ী, হোটেল ওয়েস্টিনে গত নভেম্বর মাসে প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া নেন পাপিয়া। গত তিন মাসে হোটেলে ভাড়া পরিশোধ করেছেন প্রায় ৮৮ লাখ টাকা। এই হোটেলের বারে প্রতিদিন তিনি আড়াই লাখ টাকা মদের বিল পরিশোধ করতেন।
গ্রেপ্তার হওয়ার পর পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments