অনুসরণীয় দৃষ্টান্ত, সেন্টমার্টিন পরিষ্কার করলেন ওরা ১১ জন
সেন্টমার্টিন থেকে ৫০০ কেজি বর্জ্য সংগ্রহ করেছেন একদল তরুণ পর্যটক। পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে দ্বীপের বিভিন্ন জায়গা থেকে তারা বর্জ্যগুলো সংগ্রহ করেছেন।
চীনের নানচং বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী গত সোমবার সেন্টমার্টিন দ্বীপে যান। তিন দিন দ্বীপের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করেন তারা।
দলটির সদস্য সাজিদ কবির সাজি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শীতের ছুটিতে আমরা সেন্টমার্টিনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি। সেই অনুযায়ী আমরা এই কার্যক্রমে অংশ নিই।’
তিনি জানান, অতিমাত্রায় প্রবাল উত্তোলন ও যেখানে সেখানে ময়লা ফেলার কারণে দ্বীপটির পুরো জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।
‘বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতি সপ্তাহে দ্বীপের বর্জ্য পরিষ্কার করা উচিত। প্রতি সপ্তাহে সম্ভব না হলে অন্তত মাসে একবার পরিষ্কার করা উচিত।’
দলের আরেক সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা চাই অনন্য এই দ্বীপকে বাঁচানোর জন্য সবাই আমাদের প্রচেষ্টার সঙ্গেযুক্ত হবে। অন্যরাও যদি দ্বীপটির যত্ন নিতে শুরু করে, দ্বীপটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে তবে নিশ্চয়ই পরিবর্তন আসবে। আমরা সবাই মিলে এই দ্বীপের সৌন্দর্য ধরে রাখতে পারব।’
প্রচুর পরিমাণে তেল, প্লাস্টিক বর্জ্য এবং অপচনশীল দ্রব্য সমুদ্রের পানিতে ফেলা হয় বলে জানান তিনি।
‘৫০০ কেজি বর্জ্যের মধ্যে চিপসের প্যাকেট, পানীয় বোতল, সিগারেটের ফিল্টার এবং অনেক প্যাকেট সংগ্রহ করা হয়েছে।’
ভবিষ্যতেও ওই ১১জন একইভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে বলে যোগ করেন তিনি।
Comments