মোদির নাগরিকত্ব আইন বর্ণবাদী-সাম্প্রদায়িক: রজার ওয়াটার্স
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে দিল্লির বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানালেন কিংবদন্তি রক ব্যান্ড পিংক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স।
জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র আমির আজিজের কবিতা ‘সব ইয়াদ রাখা জায়েগা’ আবৃত্তি করেছেন তিনি।
উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের লন্ডনের কারাগার থেকে মুক্তি দাবির আন্দোলনে গত ২২ ফেব্রুয়ারি আমিরের হিন্দি কবিতাটি ইংরেজিতে আবৃত্তি করেন রজার।
তিনি আজিজের কবিতা সম্পর্কে বলেন, এটা অচেনা এক যুবকের লেখা। তার নাম আমির আজিজ। দিল্লির মোদি সরকারের সাম্প্রদায়িক এবং বর্ণবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই করে চলেছেন অচেনা কবি ও সমাজকর্মী আমির।
আবৃত্তির আগে তিনি বলেন, ‘এক বিশ্বে এক আন্দোলনের অংশ হয়ে আছি আমরা। বিশ্বজুড়ে এই আন্দোলন ছড়িয়ে দেয়ার মাধ্যমে জীর্ণ পৃথিবীতে বোধের দীপ্তি জ্বালানোটা একান্ত প্রয়োজন।'
Comments