ওয়ানডে ম্যাচের সর্বনিম্ন টিকেটের মূল্য ১০০ টাকা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট মিশন শেষে এবার ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের এ সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। আর মাঠে বসে ওয়ানডে ম্যাচ দেখতে হলে সর্বনিম্ন ১০০ টাকা খরচ হবে ক্রিকেট ভক্তদের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিকেটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ব দিকের গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। গ্রিন হিল এরিয়ার মূল্যও একই। তবে স্বাভাবিকভাবেই গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকেট মিলবে ৩০০ টাকায়। আর পশ্চিম দিকের গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের টিকেট কাউন্টারে পাওয়া যাবে টিকেট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকেট কেনা যাবে।
আগামী রোববার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। একদিন বিরতি শেষে ৩ মার্চ দ্বিতীয় ম্যাচ। এরপর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এর আগে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে টাইগাররা।
Comments