করোনাভাইরাস ভারতে বড় আকার ধারণ করতে পারে: মার্কিন গোয়েন্দা সংস্থা
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ যেকোনো মুহূর্তেই বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো৷
আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভারতের চিকিৎসা পরিকাঠামো ও করোনাভাইরাস ছড়িয়ে পড়লে কীভাবে দেশটি তা মোকাবিলা করবে— এ নিয়ে গতকাল উদ্বেগ প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা৷
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন আগেই ‘এক্সপেক্টেড গ্লোবাল স্প্রেড অব দ্য নোবেল করোনাভাইরাস’ নামে এক সমীক্ষাতেও দেখা গিয়েছিল যে ভারতে করোনার প্রকোপ বাড়তে পারে৷
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন জনকে শনাক্ত করা হয়েছে। তিন জনই দেশটির দক্ষিণের রাজ্য কেরালার বাসিন্দা৷ এ ছাড়া, প্রতিবেশী পাকিস্তানেও করোনাভাইরাসে আক্রান্ত দুই জনকে শনাক্ত করা হয়েছে।
করোনাভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বর্তমান পরিস্থিতিতে শুধু ভারত-পাকিস্তানই নয়, ইরানের ওপরেও নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো৷
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস এখন বিশ্বের ৫৬টি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে ভাইরাসটির প্রাদুর্ভাব দ্রুত গতিতে বাড়ছে।
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৫৮ জন। আক্রান্ত হয়েছেন ৮৩ হাজারেরও বেশি মানুষ।
আরও পড়ুন:
ইরানের উপরাষ্ট্রপতি করোনাভাইরাসে আক্রান্ত
Comments