মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা কোয়ারেন্টাইনে
করোনাভাইরাসে বিপর্যস্ত চীন সফর করে আসায় মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাজিন বাতুলগা, পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও অপর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণরোধে বিশেষভাবে রাখা) নেওয়া হয়েছে। আগামী ১৪ দিন তারা পর্যবেক্ষণে থাকবেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা মন্টসেম’র বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে খালতমাজিন বাতুলগা বেইজিং যান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
মন্টসেম বলছে, সতর্কতার অংশ হিসেবে চীন থেকে ফেরার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টসহ অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Comments