মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসে বিপর্যস্ত চীন সফর করে আসায় মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাজিন বাতুলগা, পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও অপর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণরোধে বিশেষভাবে রাখা) নেওয়া হয়েছে। আগামী ১৪ দিন তারা পর্যবেক্ষণে থাকবেন।
Mongolian president-1.jpg
মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাজিন বাতুলগা। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে বিপর্যস্ত চীন সফর করে আসায় মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাজিন বাতুলগা, পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও অপর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণরোধে বিশেষভাবে রাখা) নেওয়া হয়েছে। আগামী ১৪ দিন তারা পর্যবেক্ষণে থাকবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা মন্টসেম’র বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে খালতমাজিন বাতুলগা বেইজিং যান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

মন্টসেম বলছে, সতর্কতার অংশ হিসেবে চীন থেকে ফেরার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টসহ অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh to get electricity from Nepal through India

In the first phase, Nepal will export 40 MW of hydroelectricity to Bangladesh via Indian territory, PTI reported from Kathmandu

46m ago