সিরিয়ায় বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তুরস্কের হাতাই প্রদেশের গভর্নর রাহমি দোগান জানিয়েছেন, বিমান হামলায় ইদলিব প্রদেশে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গিদের লক্ষ্য করে ইদলিবের বেহুন এলাকায় বোমাবর্ষণ করে সিরিয়ার সেনারা। এতে সেখানে অবস্থান করা তুর্কি সেনারা নিহত হয়। গত কয়েকদিন ধরে এ অঞ্চলে হায়াত তাহরির আল-শাম জোটের (সাবেক নুসরা ফ্রন্ট) যোদ্ধারা সিরিয়ান বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে আসছিল।
ওই এলাকায় তুর্কি বাহিনীর সক্রিয় থাকার বিষয়টি জানা ছিল না বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলায় রাশিয়ান বিমান বাহিনীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার রাশিয়া।
বিরোধীদের দখলে থাকা ইদলিব প্রদেশের সর্বশেষ অবস্থা নিয়ে সিরিয়ান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
Comments