৫৯ দেশে করোনাভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘সর্বোচ্চ সতর্কতা’

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাদুর্ভাবের পর করোনাভাইরাস এখন বিশ্বের অন্তত ৫৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
CHINA-HEALTH-ECONOMY-IMPACT.jpg
করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রভাব পড়েছে বিশ্ব পুজিবাজারে। সাংহাই স্টক এক্সচেঞ্জের সামনে এক ব্যক্তিকে মাস্ক পরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাদুর্ভাবের পর করোনাভাইরাস এখন বিশ্বের অন্তত ৫৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯২৩ জন। আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারেরও বেশি মানুষ।

আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের সরকারি হিসাবে, দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৩৫ জন। আক্রান্ত ৭৯ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। এর মধ্যে ৪২৩ জনই হুবেই প্রদেশে।

এ ছাড়া, চীনে করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।

চীনের পরে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়

বর্তমানে চীনে ভাইরাসটির সংক্রমণ কমতে শুরু করলেও ব্যাপক হারে বাড়ছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৩১। মারা গেছেন ১৬ জন। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন ও মারা গেছেন তিন জন।

ডব্লিউএইচও’র ‘সর্বোচ্চ সতর্কতা’

করোনাভাইরাসের সংক্রমণের জেরে গতকাল বিশ্বব্যাপী ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করেছে ডব্লিউএইচও। এর আগে, সাধারণ সতর্কতা জারি করেছিল সংস্থাটি।

ডব্লিউএইচও’র হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইক রিয়ান বলেছেন, ‘ভাইরাসটির সংক্রমণ ও এটির প্রভাব বিবেচনা করেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’

ইরানে বাড়ছে মৃতের সংখ্যা

ইরানের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৮৮ এবং মারা গেছেন ৩৪ জন।

তবে, দেশটির স্বাস্থ্য বিভাগের সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ২১০ জনের মৃত্যু হয়েছে। যা সরকারি হিসাবের চেয়ে ছয় গুণেরও বেশি। যদিও বিবিসির এ তথ্য অস্বীকার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হিমশিম খাচ্ছে ইতালির হাসপাতালগুলো

করোনাভাইরাসে আক্রান্ত বাড়ছে ইতালিতেও। দেশটির মোট আক্রান্ত হয়েছেন ৮২০ জন ও মারা গেছেন ১৭ জন।

ইতালির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সেখানকার হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেখানে সংকট দেখা দিয়েছে।

প্রিন্সেস ডায়মন্ড জাহাজে নতুন মৃত্যু

জাপানে কোয়ারেন্টাইন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা না বাড়লেও মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। জাহাজটিতে মোট ৭০৫ জন যাত্রী আক্রান্ত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Country must be back in business without delay

Amid worker unrest and insecurity in the industrial sector, entrepreneurs and bankers have urged the new administration to focus on rebuilding confidence in the economy.

2h ago