আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক নারীসহ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১০টা থেকে ভোর পর্যন্ত র্যাব-৪ এর অভিযানে ঢাকার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠির অলিউল ইসলাম, গোপালগঞ্জের মো. মোয়াজ্জিম মিয়া, দিনাজপুরের মো. সবুজ হোসেন, চাঁদপুরের মো. আরিফুল হক ও ঢাকার রাশিদা ওরফে হুমায়রা।
র্যাব জানায়, তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
Comments