করোনাভাইরাসের কারণে রোনালদোদের ম্যাচ স্থগিত
জুভেন্টাস বনাম ইন্টার মিলানসহ চলতি সপ্তাহে ইতালিয়ান সিরি আ’র মোট পাঁচটি ম্যাচ ‘ক্লোজড ডোর’- এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটাও হচ্ছে না। করোনাভাইরাসের প্রকোপের কারণে লিগ কর্তৃপক্ষ ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
কদিন আগেই জুভ ও ইন্টারের মধ্যকার ইতালিয়ান ডার্বি ম্যাচটি ‘দর্শকহীন’ মাঠে খেলানোর সিদ্ধান্ত এসেছিল। আর নির্ধারিত সূচিতে জুভেন্টাসের মাঠে তা গড়ানোর কথা ছিল আগামী ২ মার্চ। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শনিবার (২৯ ফেব্রুয়ারি) জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এই তালিকায় থাকা বাকি চারটি ম্যাচ হলো উদিনেসে-ফিওরেন্টিনা, পার্মা-স্পাল, সাসুওলো-ব্রেসিয়া ও মিলান-জেনোয়া। নতুন সূচিতে ম্যাচগুলো হবে আগামী ১৪ মে।
একই দিনে কোপা ইতালিয়ার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এর সূচি পাল্টে নেওয়া হয়েছে। প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ২১ মে।
ইতালির উত্তরাঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানকার ১০টি শহর বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে তিনশর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ জন।
Comments