মুহিউদ্দিনকে ‘বিশ্বাসঘাতক’ বললেন মাহাথির

Dr. Mahathir Mohammad
ড. মাহাথির মোহাম্মদ। ছবি: দ্য স্টার অনলাইন/এশিয়া নিউজ নেটওয়ার্ক

সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া মুহিউদ্দিন ইয়াসিনকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেছেন মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহাথির জানান, পাকাতান হারপন সরকারের অধীনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মুহিউদ্দিন ইয়াসিনের দ্বারা তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী হিসেবে এমন একজনকে দেখতে যাচ্ছি, যার কোনো সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই।’

মাহাথির দাবি করেন, সরকার গঠনের জন্য তার যথেষ্ট সমর্থন আছে এবং তা সংসদে ভোটের মাধ্যমে প্রমাণ করতে চান।

সংবাদ সম্মেলনে মাথাথির বলেন, “আমার সংখ্যাগরিষ্ঠ সমর্থনের কথা সাধারণ মানুষকে জানিয়েছি। আমার সমর্থনে ১১৪টি আসন আছে।”

৯৪ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ জানান, প্রমাণ হিসেব তার কাছে সমর্থন পাওয়ার চিঠি আছে। তিনি সংসদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানান।

গতকাল জোটের প্রার্থীরা মাহাথিরকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানান। এর কয়েক ঘণ্টা পরেই দেশটির রাজা নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৭২ বছর বয়সী মুহিউদ্দিনের নাম ঘোষণা করেন। এই ঘোষণার পরপরই মালয়েশিয়ার কিছু অঞ্চলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী কুয়ালালামপুরেও বিক্ষোভ হয়। তাতে দাবি করা হয় এমন সিন্ধান্তের মাধ্যমে ভোটারদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago