যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ২
যশোর সদর উপজেলায় ইটবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
আজ রোববার সকালে উপজেলার সানতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী অটোরিকশাটি সানতলা বাজারে দাঁড়িয়ে ছিল। সে সময় ঝিনাইদহগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে রাস্তার পাশে একটি গাছে লাগে। এতে ঘটনাস্থলেই তানিয়া (৩০) ও হাসান (৪৫) নামে দুই যাত্রী মারা যান। আহত হয়েছেন প্রতীক (৪০), নজরুল (৫০) ও মনোয়ারা (২৪) নামে আরও তিন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
নিহত তানিয়া ব্র্যাক ব্যাংকের চুড়ামনকাটি শাখার কর্মকর্তা এবং হাসান যশোর সদরের দৌলতদিহি এলাকার বাসিন্দা।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই যাত্রী মারা যান। আহতের মধ্যে এক জনের মাথার আঘাত গুরুতর। তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
যশোরের কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘ট্রাকটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’
Comments