ইরানকে সিরিয়া ছাড়তে বাধ্য করা হবে, ইসরাইলের হুমকি

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট হুমকি দিয়ে বলেছেন, আগামী ১২ মাসের মধ্যে ইরানকে সিরিয়া ছাড়তে বাধ্য করা হবে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। ছবি: রয়টার্স

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট হুমকি দিয়ে বলেছেন, আগামী ১২ মাসের মধ্যে ইরানকে সিরিয়া ছাড়তে বাধ্য করা হবে।

গত শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এ হুমকির কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী ১২ মাসের মধ্যে ইরানকে সিরিয়া ছাড়তে বাধ্য করা। সেখানে ইরানের থাকার কোনো প্রয়োজন নেই। তারা সিরিয়ার প্রতিবেশী দেশও নয়। তাই ইসরাইলের পাশে বসতি স্থাপনের কোনো যৌক্তিক কারণ নেই ইরানের। আমরা সিরিয়া থেকে তাদের সরাতে চাই চাই।’

১০০ দিনের জন্য প্রতিরক্ষমন্ত্রীর দায়িত্ব পালন করবেন নাফতালি বেনেট। এই সময়ের মধ্যে ইরানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাড়াবেন তিনি। যা তেহরানকে তেহরানকে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে তার সেনা প্রত্যাহারে বাধ্য করবে বলে মনে করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।

Comments