এমবাপের জোড়া গোল, নেইমারকে ছাড়াই জিতল পিএসজি
লাল কার্ডের কারণে পাওয়া নিষেধাজ্ঞার কারণে ছিলেন না নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতি টের পেতে দিলেন না কিলিয়ান এমবাপে। তার দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে দিজোঁকে উড়িয়ে দিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে টমাস টুখেলের শিষ্যরা। জোড়া গোল করেন ফরাসি তরুণ স্ট্রাইকার এমবাপে। মাউরো ইকার্দিকে দিয়েও তিনি করান আরেকটি গোল। অন্য গোলটি আসে পাবলো সারাবিয়ার পা থেকে।
পার্ক দে প্রিন্সেসে একক আধিপত্য দেখায় পিএসজি। বল দখল, গোলমুখে শট নেওয়া, গোলের সুযোগ তৈরি- সবক্ষেত্রেই এগিয়ে ছিল প্যারিসিয়ানরা। নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে দুর্বল প্রতিপক্ষ দিজোঁকে গুঁড়িয়ে দেন এমবাপে-ইকার্দিরা।
ম্যাচের শুরুতেই স্বাগতিকদের এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসের নেওয়া শটে পা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও এরপর আর গোল পায়নি পিএসজি।
দ্বিতীয়ার্ধের শেষদিকে ১৮ মিনিটের মধ্যে তিনবার বল জালে জড়ায় টুখেলবাহিনী। ৭৪তম মিনিটে জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্র্যাক্সলারের রক্ষণচেরা পাসে দিজোঁ গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান বাড়ান এমবাপে। তিন মিনিট পর তার পাসে স্কোরলাইন ৩-০ করেন বদলি নামা আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপে। সতীর্থের কর্নারের পর ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে চলতি লিগে নিজের ১৮তম গোলটি করেন ২১ বছর বয়সী তারকা।
২৭ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা অলিম্পিক মার্সেইয়ের পয়েন্ট ৫৫।
Comments