ফেসবুক পোস্টের কারণে কারাগারে শিক্ষক
দিল্লির সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত সরকারের সমালোচনা করা শিক্ষক সৌরদীপ সেনগুপ্তের জামিন আবেদন খারিজ করা হয়েছে। শিলচরের গুরুচরণ কলেজের খণ্ডকালীন এই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, আগামীকাল সোমবার তার জামিনের আবেদনের শুনানি হতে পারে। কারাগারে আরও ১৫ আসামির সঙ্গে তাকে রাখা হয়েছে।
চিকিৎসার জন্য সৌরদীপ সেনগুপ্তকে কাছের কোনো হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
দিল্লির সহিংসতায় সরকারের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেন সৌরদীপ সেনগুপ্ত। এরপর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রল করা হয়। পরে তিনি ওই পোস্টটি সরিয়ে নেন এবং সবার কাছে ক্ষমা চান। তবুও তাকে আটক করে প্রশাসন।
তার পরিবার জানায়, বিক্ষোভকারীরা তার বাড়িতে ব্যাপক হামলা চালিয়েছে। তিনি মোদি সরকারের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে তা সরিয়ে নেন।
Comments