তামিমের ভুলের খেসারত দিলেন শান্ত!
বলটা অফ স্টাম্পের লাইনে ফেলেছিলেন টিনোটেনডা মুটমবোডজি। বাঁক খেয়ে বাইরে যাচ্ছিল বল। হাঁটু গেড়ে সুইপ করতে গিয়ে লাইন মিস করে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর টিভি রিপ্লেতে দেখা যায়, পিচ ইমপ্যাক্ট ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। স্বাভাবিকভাবে স্টাম্পে বল লাগার প্রশ্নই ওঠে না। কিন্তু রিভিউ না থাকায় মাথা নিচু করে সাজঘরমুখী হতে হয় শান্তকে।
রবিবার (১ মার্চ) সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের ১৩তম ওভারেই রিভিউ নষ্ট করে যান তামিম ইকবাল। ওয়েসলি মাধেভেরের ডেলিভারি পা বাড়িয়ে রক্ষণাত্মক ঢঙে খেলতে চেয়েছিলেন তিনি। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে প্যাডে। বোলারের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নেন তামিম।
টিভি ধারাভাষ্যকার তখনই বলছিলেন, ব্যাটে না লাগলে বাঁচার কোনো উপায় নেই তামিমের। রিপ্লেতেও দেখা যায় তাই। বল আঘাত করত মিডল স্টাম্পেই। বাঁহাতি ওপেনার নিজে তো আউট হয়েছেনই, নষ্ট করেছেন রিভিউ নেওয়ার একমাত্র সুযোগটিও। তার খেসারত দিতে হয়েছে শান্তকে।
অথচ এদিন শুরু থেকেই বেশ সাবলীল ব্যাট করছিলেন শান্ত। আউট হওয়ার আগেই বলেই দারুণ একটি চার মেরেছেন। ৩৮ বলে ২৯ রানের ইনিংসে ১টি চারের সঙ্গে ২টি ছক্কা মারেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ইঙ্গিত ছিল ভালো কিছুর। বিশেষ করে লিটন কুমার দাসের সঙ্গে তার জুটি জমে উঠেছিল বেশ। দুই প্রান্তেই রানের চাকা সচল রাখছিলেন তারা। দ্বিতীয় উইকেটে ৭৭ বলে দুজনে গড়েন ৮০ রানের জুটি।
শান্ত আউট হলেও অপর প্রান্তে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন লিটন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯২ রানে ব্যাট করছেন তিনি। ডানহাতি ওপেনারের ৮৪ বলের ইনিংসে রয়েছে ৯টি চার ও ১টি ছক্কা। ৩০ ওভারে শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। লিটনের সঙ্গী নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৬ বলে ১১ রানে ব্যাট করছেন।
Comments