ফেনসিডিলসহ ইউপি চেয়ারম্যান পুত্র গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ১৩ বোতল ফেনসিডিলসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ছেলেসহ দুই জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ১৩ বোতল ফেনসিডিলসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ছেলেসহ দুই জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

গতকাল শনিবার রাতে উপজেলার জোংড়া ইউনিয়নের পশ্চিম পানিয়াটারি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকদের একজন জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ মোরশেদ টিটু (৩২)। অপরজন  বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে যুগল চন্দ্র (৩৮)। 

৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া কোম্পানি ক্যাম্পের কমান্ডার আবুল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তাদেরকে উপজেলার জোংড়া ইউনিয়নের পশ্চিম পানিয়াটারি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ আটক করা হয়।’

পাটগ্রাম থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘ফেনসিডিলসহ বিজিবি তাদের আটক করে। মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করে। আসামিদের আদালতে পাঠানো হবে।’

ছেলের গ্রেপ্তারের বিষয়ে ইউপি চেয়ারম্যান আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করলে ‘এই ছেলের কারণেই আমাদের সংসারে যত অশান্তি’ বলে তিনি ফোন কেটে দেন।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি আবু বকর বলেন, ‘পাঁচ বছর আগে জোংড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ছিল। তখন টিটু সাধারণ সম্পাদক ছিলেন। এখন তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত না। তার কোনো খবরও আমরা জানি না।’

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago