গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আজ রোববার আনুমানিক বিকাল ৩টা ৪০ মিনিটে উপজেলার দিগনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আজ রোববার আনুমানিক বিকাল ৩টা ৪০ মিনিটে উপজেলার দিগনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ফরিদ শেখ (৩৫) ও শাহীন শেখের (৩৮) পরিচয় জানা গেছে। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজনের মৃত্যু হয়।’
Comments