‘প্রতিবছরই করোনাভাইরাস ফিরে আসতে পারে’

নতুন করোনাভাইরাস মৌসুমি জ্বরের মতো শেষ হলেও, তবে প্রতিবছরই ফিরে আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

নতুন করোনাভাইরাস মৌসুমি জ্বরের মতো শেষ হলেও, প্রতিবছরই ফিরে আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটি এর সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, ‘নতুন করোনাভাইরাসের প্রার্দুভাব কিছু সময় পর্যন্ত থাকবে- মানুষ থেকে মানুষে ছড়াবে। টিকা ছাড়া এর সংক্রমণ থামানো সম্ভব না।’

মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার আদালজাকে উদ্বৃত করে প্রতিবেদনে জানায়, ‘এটির সংক্রমণ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে পারে। তাই পরের মৌসুমের আগ পর্যন্ত আমাদের হাতে টিকা তৈরি করার সময় আছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অনেকেই গরম বাড়তে থাকলে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন।

করোনাভাইরাসের মতো শ্বাসতন্ত্রের ভাইরাস সাধারণত শীতকালে বেশি সক্রিয় থাকে। কারণ শীতল তাপমাত্রা ভাইরাসের প্রতিরক্ষামূলক সেলকে আরো দৃঢ় ও শক্তিশালী করে তোলে।

নতুন করোনাভাইরাস যদি ফ্লু এর মতো আবহাওয়া পরিবর্তনের কারণে ছড়ায় তবে এর প্রার্দুভাব প্রতি গ্রীষ্মে কমে এলেও শরৎ ও শীতকালে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

2h ago