খেলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উইকেট পেলেন মাশরাফি

প্রায় আট মাস পর ওয়ানডেতে উইকেট পেয়েছেন মাশরাফি।
mashrafe mortaza
ছবি: ফিরোজ আহমেদ

বল হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছিল মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশের জার্সিতে উইকেট নেওয়ার স্বাদ যেন ভুলেই গিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক। আগের দশ ম্যাচে তার নামের পাশে উইকেটের সংখ্যা ছিল কেবল একটি। সেই হতাশা কাটিয়ে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের হয়ে উইকেট নিয়েছেন ডানহাতি পেসার।

প্রায় আট মাস পর ওয়ানডেতে উইকেট পেয়েছেন মাশরাফি। রবিবার (১ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি সাজঘরে ফিরিয়েছেন সফরকারীদের অধিনায়ক চামু চিবাবাকে। ইনিংসের নবম ওভারে মাশরাফির ভালো লেন্থে ফেলা ডেলিভারিটি ঠিকভাবে খেলতে পারেননি তিনি। ব্যাটে-বলে সংযোগ ঠিক না হওয়ায় ক্যাচ ওঠে মিড অনে। আর দারুণভাবে তা লুফে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ স্বস্তি এনে দেন মাশরাফিকে।

গেল বিশ্বকাপের পর এদিনই প্রথমবারের মতো খেলতে নেমেছেন মাশরাফি। গেল জুলাইতে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা সফরে চোটের কারণে খেলা হয়নি তার। ২০১৯ সালের ৮ জুন বিশ্বকাপের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ উইকেটটি নিয়েছিলেন তিনি। এরপর টানা পাঁচ ম্যাচে উইকেটশূন্য ছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত পেসার।

প্রতিবেদন লেখা পর্যন্ত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভীষণ চাপে পড়েছে জিম্বাবুয়ের। তাদের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেটে ৩৪ রান। অন্য ২টি উইকেট গেছে চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ঝুলিতে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের দলীয় সর্বোচ্চ স্কোর গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩২১ রান। লিটন ১০৫ বলে ১২৬ রান করে ক্র্যাম্পের (পায়ের পেশিতে টান লাগা) কারণে আহত অবসরে যান।

Comments