দিল্লির শাহিনবাগে ১৪৪ ধারা জারি
ভারতের সংশোধিত নাগরিক আইন বাতিলের দাবিতে বিক্ষুব্ধদের আন্দোলনের কেন্দ্র দিল্লির শাহিনবাগে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।
সেইসঙ্গে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এ খবর জানিয়েছে।
আইনশৃঙ্খলা বজায় রাখা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শাহিনবাগে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন যুগ্ম কমিশনার ডিসি শ্রিবাস্তব।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ১৪৪ ধারা করা হয়েছে।
এর আগে কট্টরপন্থী হিন্দু সেনা দল শাহিনবাগে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার হুমকি দেয়। ‘পুলিশ এ কাজ করতে পারেনি, তাই আমরা করব’ বলে জানায় তারা। তবে পুলিশের হস্তক্ষেপে শনিবার এ কাজ থেকে সরে আসতে বাধ্য হয় তারা।
Comments