চলে গেলেন সংগীত পরিচালক সেলিম আশরাফ
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা/ দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না’ জনপ্রিয় দেশাত্মবোধক এই গানের সুরকার ও সংগীত পরিচালক সেলিম আশরাফ মারা গেছেন। আজ সোমবার রাত ৩টায় রাজধানীর মালিবাগে বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। সেলিম আশরাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, রক্তজনিত ও কিডনি রোগে ভুগছিলেন।
অসংখ্য দেশাত্মবোধক ও আধুনিক জনপ্রিয় গানের সুর করেছেন তিনি। তার সুরকরা গানগুলোর মধ্যে রয়েছে— ‘ওই যে দেখা যায়রে হিজল তলার গাঁয়রে’, ‘এ আমার অহঙ্কার আমি যে পেয়েছি একুশের মতো’, ‘এই জীবনতো অনেক কিছুই চায়’, ‘যে বাতাসে ফোটে ফুল’, ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেত’।
Comments