তিন দিনেই হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ভারত

নিউজিল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।
new zealand
ছবি: নিউজিল্যান্ড ক্রিকেট

ওয়েলিংটন টেস্টের মতো ক্রাইস্টচার্চ টেস্টেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারল না ভারত। ট্রেন্ট বোল্ট-টিম সাউদিরা দ্বিতীয় ইনিংসে সফরকারীদের অল্প রানে গুটিয়ে দেওয়ায় জয়ের জন্য সহজ লক্ষ্য পায় নিউজিল্যান্ড। দুই ওপেনার টম ল্যাথাম ও টম ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে অনায়াসে তা পেরিয়ে তিন দিনেই বিরাট কোহলিদের হারানোর স্বাদ নেয় স্বাগতিকরা।

এতে নিউজিল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত। হ্যাগলি ওভালে ৭ উইকেটে হারার আগে প্রথম টেস্টেও ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল দলটি।

সোমবার (২ মার্চ) তৃতীয় দিনে ভারতকে দ্বিতীয় ইনিংসে ১২৪ রানে অলআউট করার পর ১৩২ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে চা বিরতির আগেই ছুঁয়ে ফেলে কিউইরা।

এদিন সকালে আগের দিনের ৬ উইকেটে ৯০ রান নিয়ে খেলতে নামা ভারত সাউদি ও বোল্টের তোপের মুখে পড়ে। দিনের তৃতীয় ওভারে হনুমা বিহারিকে ফেরান সাউদি। পরের ওভারে রিশভ পান্তকে বিদায় করেন বোল্ট। দুই স্বীকৃত ব্যাটসম্যানকে দ্রুত হারিয়ে ভারতের লড়াইয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ভারত পৌঁছাতে পারে ১২৪ পর্যন্ত। এদিন ১০ ওভার খেলে বাকি ৪ উইকেট খুইয়ে তারা যোগ করে ৩৪ রান। আগের দিন ভারতকে কাঁপিয়ে দেওয়া বোল্ট ৪ উইকেট নেন ২৮ রানে। ৩৬ রান খরচায় সাউদির শিকার ৩ উইকেট।

এরপর ১০৩ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের কোনোরকম সুযোগ না দিয়ে নিউজিল্যান্ডের জয়ের রাস্তা পাকা করে ফেলেন ল্যাথাম ও ব্লান্ডেল। জসপ্রিত বুমরাহ-উমেশ যাদবরা খেলার শেষদিকে দ্রুত ৩ উইকেট তুলে নিলেও ম্যাচের ভাগ্যে তার কোনো প্রভাব পড়েনি। ল্যাথাম ৭৪ বলে ৫২ ও ব্লান্ডেল ১১৩ বলে ৫৫ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ২৪২

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৩৫

ভারত দ্বিতীয় ইনিংস: (আগের দিন ৯০/৬) ৪৬ ওভারে ১২৪ (বিহারি ৯, পান্ত ৪, জাদেজা ১৬, শামি ৫, বুমরাহ ৪; সাউদি ৩/৩৬, বোল্ট ৪/২৮, জেমিসন ০/১৮, ডি গ্র্যান্ডহোম ১/৩, ওয়াগনার ১/১৮)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৬ ওভারে ১৩২/৩ (ল্যাথাম ৫২, ব্লান্ডেল ৫৫, উইলিয়ামসন ৫, টেইলর ৫*, নিকোলস ৫*; বুমরাহ ২/৩৯, উমেশ ১/৪৫, শামি ০/১১, জাদেজা ০/২৪, কোহলি ০/৪)।

ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।

ম্যাচ সেরা: কাইল জেমিসন।

সিরিজ সেরা: টিম সাউদি।

Comments

The Daily Star  | English

Police 'foil' Mayer Dak’s programme marking Human Rights Day

A programme of Mayer Dak, a platform for family members of the victims of enforced disappearance, was foiled in the face of police resistance today

29m ago