কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭
কক্সবাজারের টেকনাফে জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে র্যাব ১৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন নিহত হয়েছেন।
নিহতরা ‘কুখ্যাত ডাকাত’ জকি গ্রুপের ৭ সদস্য বলে জানা গেছে।
এছাড়াও, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সেখানে আরও তল্লাশি চলছে বলে সূত্র জানিয়েছে।
আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে।
র্যাব ১৫ এর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট মির্জা শাহেদ মাহতাব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে অভিযান চালাই। অভিযান ভোর পর্যন্ত চলে। এই অভিযানে গোলাগুলিতে এখন পর্যন্ত সাতটি গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে।’
‘ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল ও বিপুল সংখ্যক গুলি পাওয়া গেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ধারণা করছি (নিহতরা) সবাই রোহিঙ্গা।
অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
Comments