পিরোজপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান খলিফাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ৮টার দিকে রাঢ়ী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমানের বাড়ি শংকরপাশা গ্রামে। তিনি মৃত কাসেম আলী খলিফার ছেলে। তিনি পিরোজপুর জেলা জজ আদালতে একজন আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান খলিফাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ৮টার দিকে রাঢ়ী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমানের বাড়ি শংকরপাশা গ্রামে। তিনি মৃত কাসেম আলী খলিফার ছেলে। তিনি পিরোজপুর জেলা জজ আদালতে একজন আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন।

তার আত্মীয় শহিদুল ইসলাম বলেন, সকালে রিকশায় সিদ্দিকুর রহমান আদালতে যাচ্ছিলেন। রাঢ়ী বাড়ি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা কয়েকজন যুবক তার পথ আটকায় এবং কোমরের নিচের অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। দ্রুত উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিককে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

10m ago