গাড়ির অনুমোদন না থাকায় বেনাপোল চেকপোস্ট থেকে ফিরে গেল ৭১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল
বাংলাদেশে গাড়ি নিয়ে প্রবেশের যথাযথ অনুমতি না থাকায় ভারত থেকে মুজিববর্ষে যোগ দিতে আসা অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব স্টান ইন্ডিয়া নামে একটি প্রতিনিধি দলকে ফিরে যেতে হয়েছে। গতকাল রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আটকে দেয়।
সূত্র জানায়, গতকাল দুপুর ২টা ২৫ মিনিটের দিকে ভারতের পশ্চিমবাংলা সরকারের সাবেক সড়কমন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে ৭১ সদস্যের একটি প্রতিনিধি দল পেট্রাপোল চেকপোস্টে ইমিগ্রেশন শেষে বেনাপোলে পৌঁছে। চেকপোস্টে প্রতিনিধি দলের প্রায় ৫০ জনের পাসপোর্টে আগমনী সিল মারা হয়। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানতে পারে তাদের সঙ্গে মোটর গাড়ি রয়েছে। তবে গাড়ির অনুমোদন নেই। সে সময় তাদের জানিয়ে দেওয়া হয়, অনুমোদনহীন গাড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতিনিধি দল নো-ম্যানস ল্যান্ডে অপেক্ষা করে ফিরে যায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে বলেন, গাড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশের অনুমতি না থাকায় প্রতিনিধি দলকে ভারতে ফিরে যেতে হয়েছে।
Comments