ট্রেন-ট্রলির সংঘর্ষে আহত ২
নাটোরের সদর উপজেলার কৈগাড়ি কিষ্টপুর এলাকায় ট্রেন ও ট্রলির সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে আব্দুলপুর-নাটোর রেল রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কিষ্টপুর এলাকায় একটি পাওয়ার ট্রলির সংঘর্ষ হয়। এ সময় ট্রলি থেকে দুজন ছিটকে পড়ে আহত হন। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এই রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আহত দুই জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন, বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর এলাকার জমশেদ আলীর ছেলে হৃদয় (১৮)।
এ প্রসঙ্গে স্টেশন মাস্টার অশোক কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, নাটোর স্টেশন থেকে একটি ইঞ্জিন পাঠিয়ে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Comments