মার্চে আগাম কালবৈশাখী, মাসের শেষে তাপপ্রবাহ
মার্চ মাসে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও আগাম কালবৈশাখীর সম্ভাবনার জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আবহাওয়াবিদদের মতে, মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এ মাসে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দেশের অন্য জায়গায় তিন থেকে চার দিন বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
মার্চে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে সামান্য কম, ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে, মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি ধরনের (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।
আবহাওয়া পূর্বাভাস আরও বলছে, মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারি মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৮৩ দশমিক শূন্য শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ৮ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে ১ থেকে ৮ ও ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর, কুষ্টিয়া, শ্রীমঙ্গল ও রাঙ্গামাটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। ১০ ফেব্রুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়।
ফেব্রুয়ারিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি কম ছিল।
Comments