এল ক্লাসিকো শেষে পিকে-রামোস বাকযুদ্ধ
অবশেষে এ মৌসুমে লালিগার দুটি এল ক্লাসিকোই শেষ হয়েছে। ন্যু ক্যাম্পে প্রথম দফা গোলশূন্য ড্র হবার পর রোববার রাতে নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ ম্যাচ শেষে বাকযুদ্ধে নেমেছেন দুই দলের দুই সেরা ডিফেন্ডার জেরার্দ পিকে ও সের্জিও রামোস। হেরে যাওয়ার পরও রিয়ালের খেলা পছন্দ হয়নি বলে মন্তব্য করেন পিকে। আর তার সমুচিত জবাব দিতে ছাড়েননি রামোসও।
সান্তিয়াগো বার্নাব্যুতে আগের রাতে প্রথমার্ধে প্রায় সমান তালেই লড়াই করেছে দুই দল। যদিও এ অর্ধে বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ও রিয়ালের জমাট ডিফেন্ডিং ও গোলরক্ষকের অসাধারণ কিছু সেভে কোনো বিপদ হয়নি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে একক প্রাধান্য হিল তাদের। দুটি গোল আদায় করে নেয় তারা। ম্যাচের ৭১তম মিনিটে ডেডলক খোলেন ভিনিসিয়ুস জুনিয়র। আর শেষ মুহূর্তে মারিয়ানো দিয়েজের গোলে জয় নিশ্চিত হয় তাদের।
আর এ জয়ে ফের শীর্ষে উঠে আসে রিয়াল। হেড টু হেডেও এগিয়ে যায় তারা। যা লিগ শেষে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এমন ম্যাচের পর রিয়ালের খেলা পছন্দ হয়নি বলে মন্তব্য করেন পিকে, 'আমার দেখা মতে বার্নাব্যুতে এদিন ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ ছিল খুবই বাজে। আমরা তাদের আঘাত করার মতো বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। তবে আমাদের দ্বিতীয়ার্ধে ভালো খেলা উচিৎ ছিল। আমরা বল হারিয়েছি তাতে তারা আত্মবিশ্বাস সংগ্রহ করে ফেলে।'
'তাদের প্রভাব ছিল খুব বাজে তবে আমি এটা কোন সমালোচনা করে বলছি না। আমাদের ক্লাবেরও অনেক সমস্যা রয়েছে। তবে আমাদের সুযোগগুলো নষ্ট করায় খুব খারাপ লাগছে।' - যোগ করে আরও বলেন পিকে।
আর পিকের এ কথার সূত্র ধরে উপযুক্ত জবাব দিয়েছেন রিয়াল অধিনায়ক রামোস, 'প্রত্যেকের মন্তব্যই শ্রদ্ধার। আমি ক্লাসিকো জয়ের জন্য খেলেছি। হয়তো আমরা প্রথমার্ধে ভালো ছিলাম না যেটা সে বলেছে। তবে আমাদের পথ ছিল ভিন্ন। প্রথমার্ধে আমরা বল হারিয়েছি এবং দ্বিতীয়ার্ধে আমরা আক্রমণে যাওয়ার পরিকল্পনা করি। তারা তখন সতেজ ছিল না এবং আমরা সুযোগ তৈরি করেছি।'
আর রামোসের কথার যুক্তিও রয়েছে। কারণ প্রত্যেক দলের আলাদা আলাদা পরিকল্পনা থাকে। পূর্ণ তিন পয়েন্ট পাওয়াই মূল্যবান। ক্লাসিকো রিয়ালের শুরুটা ভালো না ধলেও ধীরে ধীরে ম্যাচের লাগাম ধরে প্রাধান্য সৃষ্টি করে। দিনশেষে এটাই পার্থক্য গড়ে দেয়। শিরোপা লড়াইয়ে এগিয়ে গিয়েছে দলটি।
Comments