মোদিকে স্বাগত জানানো উচিত: কাদের
মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে না আনার দাবির ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'মুজিববর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে আমাদের স্বাগত জানানো উচিত।’
তিনি বলেন, যারা এর বিরোধিতা করছে তাদের এটা করা ঠিক হচ্ছে না।
ভারতের সাম্প্রতিক প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশে মোদির সফর নিয়ে বিক্ষোভের ঘটনায় সরকার বিব্রত কি না--সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আজ সোমবার সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে বিক্ষোভের বিষয়ে ভারতের অবস্থান কী জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের জানান, এ বিষয়ে হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করে ভারত মনে করে বাংলাদেশের মানুষ নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন এবং এটি সবার জন্যই ভালো।
সংবাদ সম্মেলনে শ্রিংলা জানান, ‘সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশের একসাথে লড়াই করা দরকার। এক্ষেত্রে আমাদের বিভক্ত হওয়া উচিত নয়।’
Comments