দ্বিতীয় ম্যাচে উদ্দীপনা নিয়ে ফিরছেন উইলিয়ামস, আরভিন
প্রথম ওয়ানডেতে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলইয়ামস আর ক্রেইগ আরভিনকে পায়নি জিম্বাবুয়ে। উইলিয়ামস দলের সঙ্গে যোগই দিয়েছেন ম্যাচের দিন। অসুস্থ থাকায় ছিলেন না আরভিন। নিরুপায় হয়ে তাই ব্যাটিং কোচ স্টুয়ার্ট মাৎসেকানেরিকে স্কোয়াডে নিয়েছিল তারা। সেদিন বাংলাদেশের কাছে স্রেফ উড়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে সফরকারীরা এবার পাচ্ছে সেরা একাদশ।
প্রথম ম্যাচে বাংলাদেশের করা ৩২১ রানের জবাবে জিম্বাবুয়ে অলআউট হয়েছে মাত্র ১৫২ রানে। মঙ্গলবার সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে উইলিয়ামস জানালেন, তিনি ও আরভিন ফেরায় কিছুটা উদ্দীপনা পাবে তাদের দল, ‘এক ম্যাচে পিছিয়ে থাকা আজকাল মানসিক দিক দিয়ে কঠিন পরিস্থিতি। গতকাল সব দিক থেকেই ছিল হতাশার। সামনে এগুতে কালকের পরিকল্পনাটা আসল। আশা করছি আমি দলে অনেক উদ্দীপনা, নির্ভার ভাব নিয়ে আসতে পারব। ক্রেইগ আরভিনও আছে, সে খেলার জন্য ফিট। ব্র্যান্ডন আর রাজা আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের জ্বলে উঠাও আমাদের জন্য ভীষণ দরকার।’
প্রথম ম্যাচে লিটন দাস পেয়েছেন সেঞ্চুরি। লিটনের ১২৬ রানের ইনিংসের পাশে জিম্বাবুয়ে গোটা দলই করতে পেরেছে ১৫২ রান। উইলিয়ামস জানালেন, তারাও মুখিয়ে আছেন কারো বড় ইনিংসের দিকে, ‘আমার মনে হয় না এটা মানসিক ব্লকের ব্যাপার। সাধারণ ব্যাপারগুলো ঠিকমতো করতে পারলেই আমরা রান পাব। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেঞ্চুরি পাচ্ছে, সেঞ্চুরি করাটা ভীষণ দরকার।’
Comments