ভারতে রান্নার গ্যাসের দাম কমেছে

ভারতে কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের শহরাঞ্চলে রান্নার জন্য ব্যবহৃত ভর্তুকিহীন তরল প্রাকৃতিক গ্যাস- এলপিজির দাম কমানো হয়েছে। গতকাল বুধবার থেকে ইন্ডিয়া অয়েল করপোরেশন রাজ্যভেদে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারে অন্তত ৫০ রুপি করে দাম কমায়।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গত বছরের অগাস্ট থেকে ছয় দফা দাম বাড়ানোর পর এবার দাম কমানোর ঘোষণা আসে।
প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রতিটি ১৪.২ কেজি সিলিন্ডারে কলকাতা নগরবাসীকে ৮৯৬ রুপি দিতে হতো, নতুন দামে ৫৬ রুপি কমেছে দাম। দিল্লিবাসীকে দিতে হতো ৮৫৮ দশমিক ৫০ রুপি এখন দিতে হচ্ছে ৮০৫ দশমিক ৫০ রুপি, মুম্বাইয়ের নগরবাসী দিত ৮২৯ দশমিক ৫০ রুপি, সেখানে নতুন দামে দিতে হবে ৭৭৬ দশমিক ৫০ রুপি এবং চেন্নাইয়ে ৫৫ রুপি কমে দিতে হচ্ছে ৮২৬ রুপি।
ভারত সরকার বছরে প্রতি পরিবারে ১৪.২ কেজির ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। অতিরিক্ত গ্যাস সিলিন্ডার কিনতে গ্রাহককে বাজার মূল্যেই তা কিনতে হয়। তবে আন্তর্জাতিক বাজারে দামের তারতম্যের ওপর নির্ভর করে গ্যাসে ভর্তুকির পরিমান।
Comments