পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

পেঁয়াজ রপ্তানিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। এ ব্যাপারে আজ সোমবার দেশটির বৈদেশিক বাণিজ্য দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর থেকে বলা হয়েছে, সব ধরনের পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম কোনো দামও নির্ধারিত থাকবে না।
ভারত থেকে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা যে উঠে যাচ্ছে বেশ কয়েকদিন আগেই তার আভাস পাওয়া গিয়েছিল। পঁচ দিন আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দ্য ডেইলি স্টার এর নয়াদিল্লি সংবাদদাতা জানান, ভারতের অভ্যান্তরীণ বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। কৃষকদের লোকসানের কথা বিবেচনায় এখন রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল সরকার।
গত সেপ্টেম্বরে প্রতি টন পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম ৮৫০ ডলার দর বেঁধে দেয় ভারত সরকার। এক পর্যায়ে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। এর পর থেকেই বাংলাদেশের বাজারে দাম বাড়তে থাকে। এক পর্যায়ে কেজিপ্রতি ২৫০ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম ওঠে। পরে মিসর, মিয়ানমার, চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করে বাজার সামাল দেওয়ার চেষ্টা করে সরকার।
Comments