ডিএসসিসি নির্বাচন বাতিল চেয়ে ইশরাকের মামলা

Ishraque Hossain
ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করেছেন বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আজ মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আরও পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

তাহেরুল ইসলাম তৌহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, আদালতের বিচারক উৎপল ভট্টচার্য মামলাটি গ্রহণ করেছেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার আবেদনে ইশরাক, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে সন্তোষজনক সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। যেসব ভোটার ভোটকেন্দ্রে গিয়েছিলেন, তারাও পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেননি।

ইশরাক অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন অন্যদের সঙ্গে যোগসাজশ করে শেখ ফজলে নূর তাপসকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছে। সেই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বাতিল ঘোষণা ও নতুন করে নির্বাচন দেওয়ার আদেশ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন ইশরাক।

গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আরও পড়ুন:

উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা

Comments

The Daily Star  | English

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago