খাগড়াছড়িতে কাঠ ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাঠ ব্যবসায়ীদের সংঘর্ষে বিজিবি সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন- বিজিবি সদস্য মো. শাওন (২৮), শাহাব মিয়া (৫৪), তার দুই ছেলে আলি আকবর (২৭) ও আহমেদ আলি (২৬) এবং তাদের আত্মীয় মফিজ মিয়া (৫৫)।
সংঘর্ষস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
তিনি জানান, গাজীনগর এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক থামাতে চাইলে বিজিবি সদস্যদের সঙ্গে কাঠ ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মিটন চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বিকেল পর্যন্ত ময়নাতদন্তের জন্য কেবলমাত্র বিজিবি সদস্যের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়েছে।
বিজিবি সদস্য শাওনের বুকে গুলির আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন।
Comments