বড় লক্ষ্য তাড়ায় চাপে জিম্বাবুয়ে

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও শুরু থেকে বেশ চাপে রয়েছে জিম্বাবুয়ে। লক্ষ্য বিশাল হলেও রানের গতি সে অর্থে সচল রাখতে পারছে না দলটি। শুরু থেকেই টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং খোলসে থাকতে বাধ্য হচ্ছে সফরকারীরা।

আগের ম্যাচে বড় লক্ষ্য তাড়ায় শুরুতে তাড়াহুড়া করে ব্যাট করায় অল্পতেই ভেঙে পড়েছিল দলটি। এদিন সে পথে হাঁটেনি দলটি। রান রেট ক্রমেই বাড়তে থাকলেও ইনিংস মেরামতের দিকে মনোযোগ দিচ্ছে দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ৩২৩ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। রেগিস চাকাভাকে (২) লিটন কুমার দাসের তালুবন্দি করে ফেরান শফিউল ইসলাম।

এরপর তিন নম্বরে নেমে আরেক ওপেনার টিনাশে কামুনহুকাম্বের সঙ্গে প্রাথমিক চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। ২৯ রানের জুটিতে সে পথে এগিয়েও যাচ্ছিলেন। তবে অসাধারণ এক ফিল্ডিংয়ে এ জুটি ভেঙে সফরকারীদের ফের চাপে ফেলে দেন মেহেদী হাসান মিরাজ।

শফিউলে বলে মিডঅনে ঠেলে সিংলে নিতে চেয়েছিলেন টেইলর। ঝাঁপিয়ে পরে বাঁ হাতে বল ধরে দ্রুত হাত বদল করে দারুণ থ্রোতে স্টাম্প ভাঙেন মিরাজ। টেইলর তখনও উইকেটের প্রায় মাঝপথে। ২১ বলে ১১ রান করেন এ ব্যাটসম্যান।

এরপর আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান অধিনায়ক শেন উইলিয়ামসের সঙ্গে ইনিংস মেরামতের কাজে নেমেছেন কামুনহুকাম্বে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে ৬২ রান সংগ্রহ করেছে তারা। কামুনহুকাম্বে ৩৭ ও উইলিয়ামস ১০ রানে ব্যাট করছেন।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান তুলেছে বাংলাদেশ। আগের ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছিল বাংলাদেশ। পরের ম্যাচেই সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল টাইগাররা। আর এর সবটাই সম্ভব হয়েছে তামিমের সৌজন্যে। তার ১৫৮ রানের ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যেও সর্বোচ্চ। তবে সংগ্রহটা আরও বড় হতে পারত। কারণ তামিমের বিদায়ের পর ২৬ বলে আরও ৩টি উইকেট হারিয়ে মাত্র ৩০ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago