ডেমরায় দুই শিশু ধর্ষণচেষ্টা ও হত্যায় দায়ে দুই জনের মৃত্যুদণ্ড

রাজধানীর ডেমরায় পাঁচ বছর বয়সী দুই শিশু হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার আজ মঙ্গলবার এই রায় দেন।
আসামি গোলাম মোস্তফা (২৮) ও আজিজুল বাওয়ানি ওরফে আজিজুল বাউলির (২৮) উপস্থিতিতে আদালতে রায় পড়ে শোনানো হয়। এছাড়াও দণ্ডপ্রাপ্ত দুজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গত বছর ৭ জানুয়ারি ডেমরার কোনাপাড়ায় দুই স্কুলশিশুকে হত্যার পর মরদেহ লুকিয়ে রাখা হয়। পরে আসামি গোলাম মোস্তফার বাড়ি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার নথিতে বলা হয়, দুই শিশুকে প্রলোভন দেখিয়ে একটি ঘরে আটকে রাখা হয়। তাদের মধ্যে এক শিশুকে ধর্ষণ ও অপর শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়। সে সময় দুই শিশু চিৎকার করলে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়।
৮ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডেমরা থানায় একটি মামলা করা হয়।
Comments