তামিম ‘স্পেশাল’, তামিম ‘বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত’

তামিম ইকবাল নিজে বললেন, ‘আমি জানতাম, বড় কিছু আসছে।’
বাঁহাতি তারকার নিজ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে দিলেন ‘স্পেশাল’ খেলোয়াড়ের তকমা। প্রতিপক্ষ দলের অধিনায়ক শন উইলিয়ামসও বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের প্রশংসায় মেতে জানালেন, তিনি ‘বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত’ ব্যাটসম্যান।
এই সবকিছুর মূলে রয়েছে তামিমের ক্যারিয়ারসেরা ইনিংস। মঙ্গলবার (৩ মার্চ) কেবল নিজের নয়, ওয়ানডে সংস্করণে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটিও ছিল তারই দখলে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বস্তির শতক তুলে নেন তামিম। স্বস্তিরই বটে! গেল বছরের ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ফর্ম আর ব্যাটিংয়ের ধরন নিয়ে ভীষণ চাপের মধ্যে ছিলেন তিনি। মাঝে জাতীয় দল থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়েও নিয়েছিলেন।
ইনিংসের শুরু থেকে ৪৬তম ওভার পর্যন্ত উইকেটে থেকে তামিম করেন ১৫৮ রান। ১৩৬ বলের নান্দনিক ইনিংসে মারেন ২০ চার ও ৩ ছক্কা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৪ রানের নাটকীয় জয়ের পর ম্যাচসেরার পুরস্কার অবধারিতভাবেই ওঠে তার হাতে।
ম্যাচশেষে তামিমের ভূয়সী প্রশংসা করেন দুদলের অধিনায়ক। মাশরাফি বলেন, ‘আমি মনে করি, তামিম আমাদের “স্পেশাল” (খেলোয়াড়)। সে রান করে খুশি হয়েছে, এটা ভালো দিক। তার আশেপাশের সবাই ভালো ব্যাটিং করেছে এবং এটা দেখতে ভালো লেগেছে।’
উইলিয়ামস জানান, ‘আমি মনে করি, এটা দুর্দান্ত একটা ইনিংস ছিল। সে দুর্দান্ত গতিতে রান করেছে। উইকেট দুইরকম গতিসম্পন্ন ছিল, সন্ধ্যার চেয়ে বিকালে ব্যাটিং করা কঠিন ছিল। তামিম সতিই একজন ভালো খেলোয়াড় এবং বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত। সে রান করুক বা না করুক, বাংলাদেশ দলে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ।’
Comments