বাংলাদেশের বিমানবন্দরে শুধু চীনাদের স্ক্রিনিং করা হচ্ছে: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার নামে কেবল চীনা নাগরিকদের স্ক্রিনিং করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
আজ বুধবার ঢাকার কেরানীগঞ্জে পদ্মা রেল সংযোগ প্রকল্পের সাইট অফিসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের ৯৫ ভাগই চীনের বাইরের দেশগুলোর।
লি জিমিং আরও জানান, চীনে যেসব বিদেশী নাগরিক আছেন তাদের ভিসার মেয়াদ শেষ হলে তা দুই মাস বাড়িয়ে দেয়া হচ্ছে।
অথচ, বাংলাদেশে কর্মরত চীনাদের ভিসার মেয়াদ শেষ হলেও তা বাড়ানো হচ্ছে না।
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশের এ ধরনের আচরণকে ‘স্টুপিডিটি’বলে অভিহিত করেছেন চীনা রাষ্ট্রদূত।
তিনি আরও জানান, বাংলাদেশের নাগরিকরা আছেন এমন অনেক দেশেই এ ভাইরাস ছড়িয়েছে বলে বাংলাদেশও এ ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে।
Comments