করোনাভাইরাসের আতঙ্কে হোলির উৎসবে যোগ দিচ্ছেন না মোদি, অমিত শাহ

narendra modi and amit shah
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কে আসন্ন হোলি উৎসবে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মোদি এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞদের পরামর্শে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমনটা জানিয়েছে নরেন্দ্র মোদি নিজেই।

টুইটারে তিনি লিখেছেন, ‘কোভিড ১৯ নোভেল করোনাভাইরাস সংক্রামণ ছড়ানো বন্ধ করতে সারাবিশ্বের বিশেষজ্ঞরা বড় কোনও জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন। তাই, এই বছর আমি কোনও হোলি উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বুধবার টুইটারে জানিয়ে দিয়েছেন, তারা করোনাভাইরাসের কারণে হোলি খেলবেন না বা কোনও হোলি সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন না।

ভারত করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। এনডিটিভিতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ভারতে ঘুরতে আসা ২১ জন ইতালীয় পর্যটকের মধ্যে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের দিল্লির আইটিবিপি পৃথকীকরণ কেন্দ্রে রাখা হয়েছে।

Comments