তৃতীয় ওয়ানডের দলে সৌম্য সরকার

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচেও থাকবে একই দল। আগেই সিরিজ জিতে যাওয়ায় নির্ভার বাংলাদেশ তৃতীয় ও শেষ ওয়ানডের দলে কোন পরিবর্তন আনেনি। তবে এই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে।
Soumya Sarkar
ফাইল ছবি

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচেও থাকবে একই দল।  আগেই সিরিজ জিতে যাওয়ায় নির্ভার বাংলাদেশ  তৃতীয় ও শেষ ওয়ানডের দলে কোন পরিবর্তন আনেনি। তবে এই ম্যাচের জন্য  দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে।

প্রধান নির্বাচক জানিয়েছিলেন, সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে একাদশে তারা কিছু অদল বদল চাইবেন। বিশেষ করে এপ্রিল মাসে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডের কথা মাথায় রেখেই খেলানো হবে এগারোজনকে। মুশফিকুর রহিম পাকিস্তান না যাওয়ায় তাই শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। খেলার সম্ভাবনা না থাকলেও তাকে রেখে দেওয়া হয়েছে স্কোয়াডে। মুশফিকের না থাকা ও  দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে নাজমুল হোসেন শান্ত আঙুলে চোট পাওয়ার রেশে দলে যুক্ত হয়েছেন সৌম্য। 

বিশ্বকাপের পর শ্রীলঙ্কায়ও বাংলাদেশের ওয়ানডে দলে ছিলেন সৌম্য, ওই সিরিজে শেষ ম্যাচে ফিফটিও পেয়েছিলেন তিনি। এমনিতে জিম্বাবুয়ের বিপক্ষেও দলের বিবেচনায় ছিলেন তিনি। কিন্তু  বিয়ের কারণে ছুটিতে থাকায় এই বাঁহাতি ব্যাটসম্যানকে দেখা যায়নি টেস্ট ও প্রথম দুই ওয়ানডেতে। ছুটি কাটানোর পর অনুশীলনে ফেরা সৌম্যকে তাই ঢাকা থেকে উড়িয়ে আনা হচ্ছে সিলেটে।

৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশন নিয়ে নামবে বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, সাইফুদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার। 

Comments