এনগিডির তোপের পর মালানের সেঞ্চুরিতে সিরিজ প্রোটিয়াদের
দুরন্ত গতিতে অস্ট্রেলিয়ানদের ভিত নাড়িয়ে দিলেন লুঙ্গি এনগিডি, রানে ভরা উইকেটেও লক্ষ্য রাখলেন নাগালে। এরপর মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ইয়ানেমান মালানের সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরল দক্ষিণ আফ্রিকা।
বুধবার ব্লুমফন্টেইনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এনগিডির ৫৮ রানে ৬ উইকেটের বিপরীতে অস্ট্রেলিয়া ৫০ ওভার খেলে অলআউট হয় ২৭১ রানে। ৯ বল আগে ওই রান টপকে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। দলের হয়ে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলে আলো কাড়েন ওপেনার মালান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭১ (ওয়ার্নার ৩৫, ফিঞ্চ ৬৯, স্মিথ ১৩, লাবুশেন ০, শর্ট ৬৯, মার্শ ৩৬, কেয়ারি ২১, অ্যাগার ৯, কামিন্স ৬, স্টার্ক ৩, জ্যাম্পা ৩*; মহারাজ ০/৫৩, নরকিয়া ২/৫৯, এনগিডি ৬/৫৮, ফেলুকওয়ায়ো ১/৪৪, শামসি ১/৫৪)
দক্ষিণ আফ্রিকা: ৪৮.৩ ওভারে ২৭৪/৪ (মালান ১২৯*, ডি কক ০, স্মাটস ৪১, ভেরেইন ৩, ক্লাসেন ৫১, মিলার ৩৭*; স্টার্ক ০/৫৩, কামিন্স ০/৫৯, মার্শ ০/৫১, অ্যাগার ০/৪৮, জাম্পা ২/৪৮, লাবুশেন ০/১১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: লুঙ্গি এনগিডি ও ইয়ানেমান মালান।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
Comments