সরকার সারাজীবন ঋণের সুদ বেঁধে দেবে না: অর্থমন্ত্রী

ছবি: রেজাউল করিম বায়রন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার সারাজীবন ঋণের সুদের হার বেঁধে দেবে না, সময় হলে বাজারের উপর ছেড়ে দেওয়া হবে। 

আজ বৃহস্পতিবার সোনারগাঁ হোটেলে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সন্মেলনে এ কথা বলেন তিনি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘অনেকেই সরকারের সমালোচনা করে বলেছেন সরকার ব্যাংকের উপর সুদের হার চাপিয়ে দিচ্ছেন। আমেরিকাসহ অনেক দেশ এটা করে থাকে, আমরাও সারাজীবন রাখবো না। বাজার যখন স্টাবিলাইজ হবে, তখন বাজারের উপর ছেড়ে দেয়া হবে।’

শেয়ার বাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘পুঁজিবাজার উঠবে নাকি নামবে, আমি এটা নিয়ে কাজ করি না। আমার কাজ হচ্ছে অর্থনীতি শক্তিশালী করা। শেয়ার বাজার নিয়ে সরকার কাজ করছেন।’

কর্মসংস্থান নিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে ২ থেকে ৩ কোটি কর্মসংস্থান হবে, এজন্য আমাকে সময় দিতে হবে।’

Comments