তিন ফিলিপিনো নাবিকের জ্বর: মোংলায় এক জাহাজের পণ্য খালাস বন্ধ

করোনাভাইরাস সংক্রমিত হতে পারে এমন সন্দেহে একটি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে ওই জাহাজের তিন নাবিককে জাহাজের ভেতরেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গতকাল বুধবার রাতে ‘এমভি সেরেনিটাস এন’ নামে জাহাজটি চট্টগ্রাম হয়ে মোংলা বন্দরে এসে নোঙ্গর করে।
M_V_Serenitas_In
করোনাভাইরাস সংক্রমিত হতে পারে এমন সন্দেহে একটি জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

করোনাভাইরাস সংক্রমিত হতে পারে এমন সন্দেহে একটি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে ওই জাহাজের তিন নাবিককে জাহাজের ভেতরেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গতকাল বুধবার রাতে ‘এমভি সেরেনিটাস এন’ নামে জাহাজটি চট্টগ্রাম হয়ে মোংলা বন্দরে এসে নোঙ্গর করে।

এরপর মেডিকেল টিম জাহাজের তিন নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করে। ফিলিপাইনের তিন নাগরিকের শরীরের তাপমাত্রা ১ শ ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি পাওয়া যায়।

মোংলা বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সুফিয়া খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার রাতে ‘এমভি সেরেনিটাস এন’ জাহাজটি বন্দরে পৌঁছে। আমরা জাহাজের নাবিকদের পরীক্ষা করে তিন জনের শরীরে ১ শ ডিগ্রির উপরে তাপমাত্রা পাই। আজ সকালে আবার তাদের পরীক্ষা করা হয়। দুই জনের তাপমাত্রা স্বাভাবিক পাওয়া গেছে। অন্য একজনের শরীরে সামান্য জ্বর ছিল। তারপরও তাদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। জাহাজের পণ্য খালাস এবং নাবিক ও ক্রুদের বাইরে আসতে নিষেধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

17m ago