১৭ মার্চ ঢাকায় আসছেন মোদি, ব্রাসেলস সফর স্থগিত

Narendra Modi
ছবি: সংগৃহীত

মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসার কথা নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ এ কথা নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী মোদির সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

সেই সঙ্গে মোদির বেলজিয়াম সফর স্থগিত হওয়ার কথাও জানিয়েছেন রাভিশ কুমার। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৩ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার কথা ছিল মোদির। এই সফর স্থগিতের জন্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করেছে নয়াদিল্লি।

মোদির ঢাকা সফরের আগ দিয়ে ঢাকায় এসে গত ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে গেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত বছরের অক্টোবরে ভারত সফরে গিয়ে মোদিকে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনা।

Comments

The Daily Star  | English

BNP's Ishraque Hossain declared Dhaka South mayor in amended gazette

The gazette cancelled the previous announcement made by the EC that had declared Awami League's candidate Sheikh Fazle Noor Taposh as the elected mayor

Now