টি-টোয়েন্টি দলে চমকের নাম নাসুম
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক উপহার দিয়ে স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ১৫ সদস্যের দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
এক সময় বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনারের ছড়াছড়ি থাকলেও বর্তমানে সেটা নেই। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় সীমিত ওভারের ক্রিকেটে নির্ভরযোগ্য বাঁহাতি স্পিনার নেই বললেই চলে। তবে সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন নাসুম। ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন। বিশেষ করে গেল বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নিয়ন্ত্রিত বোলিং করায় নির্বাচকদের মনে ধরেছে তাকে। যদিও ১৩ ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র ৬টি, তবে ওভারপ্রতি রান দিয়েছেন ৭.২৬ করে।
অনুমিতভাবেই ফিরেছেন মুশফিক। সবশেষ পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন সাইফউদ্দিনও। অনেক দিন থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সংস্করণে ফেরার ম্যাচটা রাঙিয়েছেন তিনি। সে ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টিতেও জায়গা পেয়েছেন সাইফউদ্দিন। যথারীতি এ সিরিজেও অধিনায়ক রাখা হয়েছে মাহমুদউল্লাহকে।
সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। যদিও সাম্প্রতিক সময়ে বেশ ছন্দে আছেন এই বাঁহাতি ওপেনার। পাকিস্তান সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি তার। এছাড়াও বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন। তবে পাকিস্তানে শান্তর মতো ম্যাচ না খেললেও জিম্বাবুয়ে সিরিজের দলে আছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
আগামী ৯ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১১ মার্চ।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
Comments